নিরাপদ সড়ক তো চাই, কবে পাব?

'শিক্ষক ও কলেজছাত্রসহ সড়কে ঝরল ১১ প্রাণ' এরকমই একটি শিরোনামে গত ১৬ই অক্টোবর খবর প্রকাশ করে একটি জাতীয় দৈনিক।
নিরাপদ সড়ক তো চাই, কবে পাব?

খবরটা পড়ে আমি খুব অবাক হলাম। মানতেই পারছিলাম না ২৪ ঘণ্টায় মাত্র ২৪ ঘণ্টায় এতগুলো প্রাণ ঝরে গেল?

প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। অসংখ্য শিক্ষার্থী যারা দেশের ভবিষ্য ৎ প্রজন্ম। আমার মনে হয় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ যানবাহন চালকদের বেপরোয়া আচরণ। চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএর উদাসীনতা এবং পথচারীদের অসাবধানতাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে হয়।

আমার মনে হয়, সড়ক দুর্ঘটনাও এক ধরনের খুন। কিন্তু এই খুনের জন্য কঠোর শাস্তির বিধান না থাকায় যানবাহন চালকরা বেপরোয়া। কঠোর শাস্তির বিধান কার্যকর হলে চালকদের বেপরোয়া আচরণ অনেকাংশে কমবে। তারা সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন কিন্তু তা হয়নি। আবার অপরাধ করার পরও সংশ্লিষ্ট চালক ও গাড়ির বিরুদ্ধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

যে সড়ক ব্যবহার করে দেশের প্রতিটি মানুষ যাতায়াত করে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেই সড়ক হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। সাধারণ একজন নাগরিক হয়ে রাষ্ট্রের কাছে আমাদের বেশি কিছু দাবি নেই। শুধু সড়কে এরকম হিংস্রতা বন্ধে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং আমাদের একটি নিরাপদ সড়ক দিন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com