স্কুল বন্ধুরা

কলেজ জীবনে পা রেখেছি বেশ কয়েক মাস হয়ে গেল। তেমন ভালো লাগছে না এই জীবনটা। মনের ভেতরে এখনও শুধুই স্কুল জীবনের স্মৃতির।
স্কুল বন্ধুরা

কলেজে প্রথম দিন ক্লাসে যেতে দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে ক্লাসের দরজার সামনে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে গেলাম।

ক্লাসে ঢোকার পর স্যার আমার নাম জিজ্ঞেস করলেন। নতুন বন্ধুদের সামনে নিজের নাম পরিচয় বলে বসতে চলে গেলাম।

বেঞ্চে বসেই আমার মনটা খারাপ হয়ে গেল। কোথাও কোনো পরিচিত মুখ নেই। ওদের দিকে তাকালেই আমার স্কুলের বন্ধুদের কথা মনে হচ্ছিল, আমার কান্না পাচ্ছিল।

স্কুল জীবনের সেই বন্ধুদের সঙ্গে শুধু তো বন্ধুত্ব না, তাদের সঙ্গে সম্পর্ক রক্তের সম্পর্কের মতো।

তাহলে তাদের কথা মনে হলে বুক ফেটে চৌচির হবে না তো কী হবে?

ক্লাসের ফাঁকে এবং ক্লাসের আগে অথবা পরে আমাদের মধ্যে কত যে গল্প হতো। গল্পে গল্পে কতদিনই তো বলেছি বড় হয়ে লেখাপড়ার জন্য দূরে চলে যেতে হবে। কখনও ভাবিনি আচ্ছা দূরে চলে যাব তো, কিন্তু ওদের ছাড়া কীভাবে থাকব? এখন সেদিনের সেই কথাগুলোই ফলেছে।

জানি না স্কুল বন্ধুদের সাথে আর কবে কোথায় দেখা হবে!  বাড়ি গেলে কারো কারো সঙ্গে দেখা হয় বৈকি। কিন্তু সবাইকে নিয়ে আগের মতো হৈ হুল্লোড় তো হয় না। এটাকেই কি বলে, হারিয়ে যাওয়া সোনা রঙের দিন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com