সহশিক্ষা আমাদের এগিয়ে রাখে

'প্রতিযোগিতায় হার-জিত থাকবেই সেই মনোভাব নিয়েই অংশ নেই আমি।'
প্রতিনিধিত্বশীল ছবি

প্রতিনিধিত্বশীল ছবি

জীবনকে সকল দিক থেকে সফল হতে চাইলে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি।

আমি ছোট থেকেই আঁকাআঁকি করি। এজন্য আমার কোনো শিক্ষাগুরু ছিল না।

বড় বোনের থেকে পাওয়া অনুপ্রেরণা আমাকে আজ অনেক শিখিয়েছে। যে কোনো প্রতিযোগিতায় আমি আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি।

প্রতিযোগিতায় হার-জিত থাকবেই সেই মনোভাব নিয়েই অংশ নেই আমি। পারব না, জিতব না, অংশ নেব কিনা এই ধরনের দ্বিধা বোধ হয় না।

দীর্ঘ পাঁচ বছর ধরেই আমি প্রতিযোগিতায় অংশ নেই। আমার বাসায় নতুন কোনো অতিথি আসলে তারা আমার প্রশংসা করেন।

অন্যের প্রশংসা আমাকে আনন্দ ও অনুপ্রেরণা বাড়িয়ে দেয়।

সবশেষ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে শিশু একাডেমি ও জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছি আমি।

বর্তমান প্রজন্ম পড়াশোনা নিয়েই পড়ে থাকে। তারা বাইরের জগৎকে খুব একটা উপলব্ধি করতে পারে বলে আমি মনে করি না। তাই সহশিক্ষার গুরুত্ব অনেক।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঠাকুরগাঁও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com