শিশুর পৃথিবী সুন্দর হোক

এই শিশুদের জীবনকে আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। স্কুলে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সন্ধ্যায় পড়তে বসা- এই দিনলিপি তাদের ভাগ্যে ধরা দেয়নি। অথচ এটাই তো হওয়ার কথা।
শিশুর পৃথিবী সুন্দর হোক

ট্রেনে যাতায়াত করতে গিয়ে অনেক সময়ই কিছু শিশুর দেখা পাই, যাদের জীবন ট্রেন আর রেলস্টেশন ঘিরেই।

বেশিরভাগ সময়েই দেখতে পাই এই শিশুরা পানি কিংবা বিস্কুট-চানাচুরের মতো কোনো শুকনো খাবার বিক্রি করছে। শত শত অপরিচিত মানুষের সামনে এই শিশুদের কোনো ভয় নেই, সংকোচ নেই, রাত হওয়ার তাড়া নেই। তারা পেটের তাগিদে ছুটেই চলেছে, যেভাবে ছুটে চলে ট্রেন।

এই শিশুদের জীবনকে আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। স্কুলে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সন্ধ্যায় পড়তে বসা- এই দিনলিপি তাদের ভাগ্যে ধরা দেয়নি। অথচ এটাই তো হওয়ার কথা।

ফেরিওয়ালা, ভাসমান কিংবা পথশিশুদের নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয় হ্যালোতে। এই শিশুরা বেশিরভাগই নিম্ন আয়ের পরিবার থেকে আসা। তাদের বাবা-মায়ের অসুস্থতা কিংবা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলো এই শিশুদের ছোট কাঁধে বড় দায়িত্ব তুলে নিতে বাধ্য করে।

পারিবারিক বন্ধন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এই শিশুরা মৌলিক অধিকোর থেকেও বঞ্চিত। বিনামূল্যের প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগটাও হয় না অনেক শিশুর। প্রতিটি শিশুর জন্য পৃথিবী সন্দুর হোক এটাই প্রত্যাশা।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঠাকুরগাঁও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com