আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান।
Published : 26 Mar 2025, 07:25 PM
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি আমি। যেটি আমার জন্য স্কুলের বাইরে কোনো বিতর্কে অংশ নেওয়ার প্রথম ঘটনা।
আমাদের বাগেরহাটের যদুনাথ স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। এর পাশাপাশি ছিল ইফতারের আয়োজনও।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের বিতার্কিকদের সঙ্গে আমার দলও অংশগ্রহণ করে। প্রথমবারের মত নিজ স্কুলের গণ্ডির বাইরে গিয়ে অন্যদের সঙ্গে বিতর্কের মঞ্চে লড়াই করাটা ভিন্ন রকমের অনুভূতি দিয়েছে। তাই দিনটি আমার কাছে স্মরণীয়ও বটে।
আমাদের স্কুলের বড় ভাইয়ারা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিত। কিন্তু এবছর তারা এসএসসি পরীক্ষার জন্য অংশ নিতে পারেনি।
এক বিতার্কিক বড় ভাইয়ার অনুপ্রেরণাতেই আমি বিতর্কের প্রতি আগ্রহী হয়েছিলাম। তখন থেকে মাঝে মাঝে একটু চর্চা করি। ওই ভাইয়া আমার এক সহপাঠীর সঙ্গে একটি দলও গঠন করে দেন। আমরা সেই দলই এই বিতর্কে অংশ নিয়েছি।
আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান।
এছাড়াও অন্যদের সঙ্গে আরও ছিলেন, যদুনাথ স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল ও বিতর্কের আয়োজক এনডিএফ বিডির বাগেরহাটের সভাপতি শাকির হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দল অল্প কিছু নম্বরের জন্য রানার-আপ হয়। যদিও চ্যাম্পিয়ন হতে পারিনি, তবুও এই অংশগ্রহণ আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: বাগেরহাট।