'কিছুদিন আগে সংবাদপত্র থেকে জানতে পারি,উঁচু বৃক্ষ বজ্রপাত কমাতে সাহায্য করে।'
Published : 02 Apr 2024, 05:55 PM
আমাদের দেশে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে এই খবরগুলো যেন বেশি দেখতে পাচ্ছি।
কিছুদিন আগে সংবাদপত্র থেকে জানতে পারি, উঁচু বৃক্ষ বজ্রপাত কমাতে সাহায্য করে। বিশেষ করে তালগাছ বজ্রপাত থেকে রক্ষায় বেশি ভূমিকা রাখে। তালগাছে কার্বনের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে তালগাছের বাকলে কার্বনের উপস্থিতি বেশি। যা বজ্রপাতের প্রভাবকে কমিয়ে দিতে সক্ষম।
তবে দুঃখের বিষয় এই যে, বর্তমানে আমাদের চারপাশে তাল গাছের পরিমাণ কমে যাচ্ছে। এক সময় রাস্তার দুই ধারে সারি সারি তালগাছের দেখা মিললেও, সেই দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না।
আমি মনে করি,তালগাছ বা উঁচু পরিধির বৃক্ষ রোপণে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: পটুয়াখালী।