সুশিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন

”মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা”
সুশিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন

পড়াশোনা এবং শিক্ষা- দুটোর মধ্যে খানিক পার্থক্য খুঁজে পাই আমি। পড়াশোনা করে প্রাতিষ্ঠানিক সনদ পেলেই কেউ শিক্ষিত হয়ে ওঠে না, এ জন্য প্রয়োজন ‍স্বশিক্ষায় শিক্ষিত হওয়া।

স্বামী বিবেকানন্দের একটি উক্তি আমি পড়েছিলাম। তার মতে, ”মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা”। অর্থাৎ শিক্ষা অর্জনের জন্য আমাদের আত্মবিকাশের প্রয়োজন। আর যখনই আত্মবিকাশ সাধিত হবে তখনই আমরা অর্জন করতে পারব প্রকৃত শিক্ষা।

এরপর প্রশ্ন আসে তাহলে পড়াশোনা কী? পড়াশোনা করে কী হয়? অনেকে দীর্ঘদিন পড়াশোনা করেও প্রকৃতভাবে শিক্ষিত হতে পারে না। তাদের আচরণেই সেটা প্রকাশ পেয়ে যায়। তারা জ্ঞান অর্জনের জন্য পড়েন না, পড়েন বড় চাকরির জন্য।

আমাদের অধিকাংশই পরীক্ষায় পাস করার জন্য আর ভালো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে থাকি। নিজের আত্মশুদ্ধির জন্য কতজন পড়াশোনা করে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

আমরা যদি ভালো মানুষই না হতে পারি তবে চিকিৎসক, প্রকৌশলী আর বিসিএস ক্যাডার হয়েই বা কী লাভ। আমাদের উচিত শিক্ষা অর্জনটাকে অর্থবহ করে তোলা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com