বিলুপ্তির পথে দেশি খেলা

বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খেলাধুলা। অবসরে ছেলেমেয়েদের নানান খেলা খেলতে দেখা যেত।

হা ডু ডু, রশি টানা, মুষ্টিযুদ্ধ, গোল্লাছুট, বউছি, মোরগ লড়াই ইত্যাদি মজার খেলা। এতে যেমন শরীর সুস্থ থাকতো তেমন মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হতো।

কিন্তু সেসব খেলার জায়গা দখল করে নিচ্ছে কম্পিউটারের নানা গেইম, কার্টুন।

পঞ্চম শ্রেণিতে পড়ে আদিত শাহরিয়ার শিহাব। এসব খেলার নাম শুনলেও কখনও খেলেনি সে। এমনকি কাউকে কখনও খেলতেও নাকি দেখেনি।

ওর কম্পিউটারে গেইম খেলতেই বেশি ভালো লাগে বলে জানায়।

শিহাবের মতো অনেক শিশু আছে যারা শহরে চার দেয়ালের মধ্যে বন্দী থাকে। অবসর সময় কাটে কার্টুন দেখে বা কম্পিউটারে গেইম খেলে।

এতে তাদের সময় কাটছে। কিন্তু মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশ কতটুকু হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

দশম শ্রেণির ছাত্র সংগ্রামকে তার প্রিয় খেলার কথা জিজ্ঞেস করলে সে বলে ফুটবল।

বাংলাদেশের আনাচে কানাচে এমন অনেক শিশু আছে যারা ফুটবল খেলা চেনে, বোঝে কিন্তু হা ডু ডু সম্পর্কে জানে না বললেই চলে।

সব ধরণের খেলার দরকার আছে। তবে দেশি খেলা সম্পর্কে শিশুরা জানবে না সেটা ঠিক নয়।

ধীরে ধীরে এই খেলাগুলো হারিয়ে গেছে। নামগুলো হয়তো আর কদিন পর কেউ মনে রাখবে না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com