প্যারিসের জন্য প্রতিবাদ

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার প্রতিবাদে ফেইসবুকে অনেকেই নিজের প্রোফাইল পিকচার সে দেশের পতাকার রঙে রাঙিয়েছেন।

অনেকে লিখছেন, তারা এই ঘটনায় প্যারিসের জন্য প্রার্থনা করছেন না, তারা যুদ্ধ করছেন, তারা প্যারিসের মানুষের পাশে আছেন।

এই হামলার প্রতিবাদে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে সবাই প্রতিবাদ করছেন।

১৩ নভেম্বরের এই নারকীয় তাণ্ডবে কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫২ জন৷

এর মধ্যে একটি কনসার্ট হলে গুলিবর্ষণে নিহত হন অন্তত ৮৭ জন। স্টেডিয়াম ও রেস্তোরাঁসহ পাঁচটি স্থানে বোমা ও গুলিতে মারা যান আরও ৪০ জনের মতো।

এছাড়া স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সের বাইরে বোমাহামলা হয়। ওই সময় স্টেডিয়ামে জার্মানি ও ফ্রান্সের ফুটবল খেলা দেখছিলেন খোদ ফরাসি প্রেসিডেন্ট।

এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব৷ বদলে গেছে অনেক কিছু৷

শিল্পের নগরীতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএস।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com