সুন্দর ঢাকা: চাই সচেতনতা

ঢাকা শহর এখন নানা সমস্যায় জর্জরিত জনবহুল শহর। ভবনের পর ভবন। কোথাও খোলা জায়গা নাই। রাস্তায় জ্যাম ফুটপাতে বাজার!

সামান্য সচেতনতার অভাবে আমরা যেন এই নগরীকে দূষিত করার প্রতিযোগিতায় নেমেছি।

দেয়ালে দেয়ালে বড় করে লেখা অনেক উপদেশ বার্তা- 'যেখানে সেখানে ময়লা ফেলা নিষেধ।'

অথচ মহাসমাহরে আমরা ময়লা ছিটিয়ে চলি। যেখানে সেখানে ময়লা ফেলা যেন অনেকের রুটিন।

ইচ্ছে করলেই শক্ত হাতে সিটি কর্পোরেশন এসব দমন করতে পারে। অথচ এসব দেখার কেউ নেই।

শুধু তাই নয় ঢাকার দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর অসুস্থ প্রতিযোগিতা তো আছেই। এর ফলে ধীরে ধীরে ঢাকা পরিণত হয়েছে অপরিচ্ছন্ন নগরীতে।

এই শহরে বাসস্থান নিশ্চিত করতে তৈরি হচ্ছে একের পর এক দালান। বহুতল ভবন বেড়েছে অনেকগুণ, মানুষও বেড়েছে। ফলে অভাব দেখা দিয়েছে খেলার মাঠ, পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রের।

আজকাল আমার মত অনেক শিশুই চার দেয়ালের মধ্যে বন্দী থাকে। স্কুলগুলোয় আর এলাকায় খেলার মাঠ নেই।

রাজধানীর মতিঝিল ঘুরে আজ আমি দেখলাম যেই ফুটপাতে মানুষ হাঁটার কথা, সেখানে নানা সামগ্রীর পসরা বসিয়ে রেখেছে হকাররা। আর ফুটপাতের নিচে দুই বা তিন স্তরের পার্কিং। এতে বাড়ছে যানজট। এই সমস্যার জন্য আমাদের সচেতনতার ঘাটতিই দায়ী নয় কি?

বাসযোগ্য ঢাকা করতে প্রয়োজন আমাদের সচেতনতা। তবে ঢাকাকে পরিণত করা যাবে একটি আদর্শ নগরীতে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com