মানসিক বিকাশে চাই সুস্থ পরিবেশ

একটা শিশুর মানসিক বিকাশের জন্য প্রয়োজন সুস্থ, স্বাভাবিক পরিবেশ। তাই মানসিক বিকাশে তার বন্ধু ও মাঠে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক।

এক শিশু যখন অন্য শিশুর সাথে মাঠে খেলাধুলা করে তখন তার মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও নানা সুকুমারবৃত্তি জেগে উঠে ।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের  দেশে শিশুদের জন্য খেলার মাঠের খুব অভাব। যার কারণে আমাদের দেশের শিশুদের অধিকাংশ সময় ঘরে কাটাতে  হয়। ঘরে বসে তারা গেমস খেলে, টিভিতে কার্টুন দেখে, সিরিয়াল দেখে। যা  মানসিক ও শারীরিক  বিকাশে সাহায্য করার চেয়ে ক্ষতি করে বেশি।

মাঠ একদম নেই তা অবশ্য ঠিক না। কিছু মাঠ আছে যার বেশিরভাগেই দেখা ব্যক্তিগত বা সরকারি কাজে, ইট, বালু, রড থেকে শুরু করে আরও অনেক জিনিস রেখে দেওয়া হয়। যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।

অনেক মাঠে বড় গর্ত ও কূপ রয়েছে। সেগুলো  যে শিশুদের জন্য কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা শিশু জিয়াদের মৃত্যুর পর আর নতুন করে বলার প্রয়োজন নেই।

তাই শিশুদের মানসিকতার বিকাশে ও সুস্থ বিনোদনের জন্য নিরাপদ মাঠ দরকার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com