এ বছরে হারালাম যাদের

বছর প্রায় শেষের দিকে। এই বছরে আমরা যেমন অনেক কিছু পেয়েছি, আবার হারিয়েছিও অনেক। এর মধ্যে হারিয়েছি এমন অনেক মানুষকে যাদের অভাব অপূরণীয়।

এই বছরের ৮ অক্টোবর আমরা ভাষা সৈনিক আব্দুল মতিনকে হারিয়েছি। উনি  ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সৈনিক ছিলেন। ভাষা আন্দোলেন তার অবদানের জন্য তিনি 'ভাষামতিন' হিসেবে পরিচিত।

ভারত উপমহাদেশের অন্যতম নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান। তিনি ১৯৩০ সালে জমিদার পরিবারে জন্ম নেন। একুশে পদক প্রাপ্ত এই শিল্পী ৮৪ বছর বয়সে মারা যান।

মইনুল হোসেন বাংলাদেশের বিখ্যাত স্থপতিদের মধ্যে অন্যতম। তিনি জাতীয় স্মৃতি সৌধের স্থপতি। তিনি ২০১৪ সালের ১০ নভেম্বর আমাদের ছেড়ে চলে যান।

কাইয়ুম চৌধুরী বাংলাদেশের অন্যতম প্রখ্যাত চিত্রশিল্পী। ১৯৮৬ খিষ্টাব্দে তিনি 'একুশে পদক' পান। তিনি এ বছরের ৩০ নভেম্বর মারা যান।

এছাড়া এ বছর আমাদের ছেড়ে চলে যান বিজ্ঞানী মাকসুদুল আলম, সাংবাদিক জগলুল আহমেদ, অভিনেতা খলিলুল্লাহ খানসহ আরও অনেকে।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com