ভাইফোঁটা অনুষ্ঠান পালন

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা”

 ভাই এর প্রতি বোনের ভালবাসা আর মঙ্গল কামনার প্রতীক  হচ্ছে ভাইফোঁটা অনুষ্ঠান।

সাধারণত ভাইয়েরা বোনদের কাছে এসে চন্দনের ফোঁটা নেয়। বোন ছোট হলে দাদা আশীর্বাদ করেন। সেই সাথে দাদার পক্ষ থেকে বোনের জন্য থাকে আশীর্বাদী  উপহার।  

বোন বড় হলে ছোট ভাইকে ফোঁটা দেবার সাথে ভাইকে উপহার দেন। সাধারণত ভাইরা খুব সকালে স্নান করে, বোনের কাছে ফোঁটা নেয়। এসময় প্রদীপ  জালিয়ে,উলুধ্বনি দিয়ে মাঙ্গলিক পরিবেশে ভাইফোঁটা অনুষ্ঠানটি হয়ে থাকে। ভাইকে মিষ্টি খাইয়ে , প্রণাম ও আর্শীবাদ দেয়া-নেয়ার মধ্যে ভাইফোঁটা অনুষ্ঠানটি শেষ হয়।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com