শুভ জন্মদিন সৈয়দ সালাউদ্দিন জাকী

জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পেলেন খ্যাতিমান চলচ্চিত্রকার ও পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী।

মঙ্গলবার তার ৬৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।

এ দিন কেক কেটে, গান গেয়ে, ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় সৈয়দ সালাউদ্দিন জাকীকে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ সালাউদ্দিন জাকীর কর্মময় জীবনের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, পরিচালক মোরশেদুল ইসলাম, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লায়লুন নাহার স্বেমিসহ চলচ্চিত্রের তরুণ নির্মাতা ও খ্যাতিমান ব্যক্তিরা।
সৈয়দ সালাউদ্দিন জাকী পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৮০ সালে তার নির্মিত চলচ্চিত্র ‘ঘুড্ডি’ ব্যাপক জনপ্রিয়তা পায়।

চলচ্চিত্র সংসদ আন্দোলনে তিনি অভিভাবকের ভূমিকা পালন করছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গঠনে তিনি নিরলস কাজ করেছেন।

বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।

এফডিসি’র ঊর্ধ্বতন নির্বাহী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এবং বাংলাদেশ সরকারের অনুদানে পূর্ণদৈর্ঘ শিশুতোষ চলচ্চিত্র ‘একা’ নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।     

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com