শিশুদের পদচারণায় মুখর শিক্ষা মেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন হয়। শিক্ষা অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-তিন আসনের সাবেক এমপি ইমদাদুল হক।

মেলায় গিয়ে দেখা যায়, সেখানে ক্ষুদে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।

মেলায় ঘুরতে আসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তুহিন বলে, "এখানে এসে আমার খুব ভালো লাগেছে।"

একই শ্রেণিতে পড়ুয়া ঈশা জানায়, ও বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শিক্ষা উপকরণ দেখছে।

পঞ্চম শ্রেণিতে পড়ে জয় হোসেন।

ও বলে, "আমি মেলায় বঙ্গবন্ধু, বেগম রোকেয়ার ছবি দেখলাম। বইয়ে তাদের কথা পড়েছি। এখানে এসে ভালো লাগছে।"

পরে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি স্টল অংশ নিয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আবু হারেস বলেন, প্রাথমিক শিক্ষা হল শিক্ষার মূল ভিত্তি।

প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত  হলে আগামীর ভবিষ্যৎও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, "ক্লাস রুটিন অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম বাস্তবায়ন করুন।

"আমাদের মানসম্মত শিক্ষার জন্য শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে। শিক্ষা উপকরণের মাধ্যমে সহজেই পড়া বুঝতে পারে শিক্ষার্থীরা।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com