ঠাকুরগাঁওয়ে বই উৎসবের প্রস্তুতি

বছরের প্রথম দিনে প্রতিটি বিদ্যালয়ে পালিত হবে বই উৎসব। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস।

সোমবার সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে নতুন বই এসে জমা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস গোডাউনে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নতুন বছরে পীরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা দুই লাখ ৯৯ হাজার কপি। এখন পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার ৮০০ কপি বই এসে পৌঁছেছে।

জানা যায়, মাদ্রাসার দাখিল শ্রেণির জন্য চাহিদা রয়েছে ৪২ হাজার ২০০ কপি বই। এ পর্যন্ত এসেছে ৩১ হাজার ৫০০ কপি। এবতেদায়ীতে চাহিদা ২৯ হাজার ৬০ কপি বই। যার পুরোটাই এসেছে পৌঁছেছে।

পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, প্রাথমিকের জন্য প্রথম পর্যায়ে ৩৫ হাজার ৯৭০ কপি বইয়ের চাহিদাপত্র পাঠানো হয়েছে। যার মধ্যে প্রথম শ্রেণির জন্য সাত হাজার ৮৫০, দ্বিতীয় শ্রেণির জন্য সাত হাজার ৭৫০, তৃতীয় শ্রেণির জন্য সাত হাজার ৭৭০, চতুর্থ শ্রেণির জন্য ছয় হাজার ২০০, পঞ্চম শ্রেণির জন্য ছয় হাজার ৪০০ কপি বই বরাদ্দ পেয়েছে।

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শতভাগ বই এসে পৌঁছাবে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।

তিনি বলেন, নতুন বছরে সব শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। আমরা সে অনুযায়ী সব রকম প্রস্তুতি নিচ্ছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com