শিক্ষার আলো ছড়াতে ‘পরিবর্তন’

সাভারের ব্যাংক টাউন এলাকায় সমাজের ঝরেপড়া শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা হয়েছে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা কেন্দ্র।

উদ্যোক্তারা এর নাম দিয়েছেন ‘পরিবর্তন স্কুল’।

ঝরেপড়া প্রায় ১০০ শিশুকে সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার উপকরণওদেওয়া হয় স্কুল থেকে।

প্রত্যন্ত এলাকার অসচ্ছল শিশুদের খুঁজে বের করে তাদের শিক্ষায় আগ্রহী করে তুলছেন স্কুলটির প্রতিষ্ঠাতা।

এ স্কুলের শিশুদের বেশির ভাগই দিনমজুর, হতদরিদ্র পরিবারের সন্তান। যাদের লেখাপড়া বা খাবার কোনটাই ঠিকঠাক জোটে না।

স্কুলটির শিক্ষার্থী রুমা জানায়, তার বাবা একজন দিনমজুর। বাবার উপার্জনে তাদের সংসার ঠিকমত চলে না। এ স্কুল থেকে লেখাপড়ার জন্য বই, খাতা, পেন্সিল দিচ্ছে তাই সে পড়তে পারছে।

অন্যদিকে বিনা খরচায় সন্তানদের পড়ালেখায় সুযোগ পাওয়ায় খুশি অভিভাবকরাও।

পরিবর্তন স্কুলের প্রতিষ্ঠাতা রাকিব আহম্মেদ আকাশ জানান, অভাব-অনটনের কারণে যারা সন্তানদের লেখাপড়া করাতে পারছেন না তাদের পাশে দাঁড়াতেই তাদের পথ চলা।

আবার প্রাথমিক পর্যায়ে যেন কোন শিশু ঝরে না পড়ে, প্রতিটি শিশুই যেন অবৈতনিক শিক্ষার সুযোগ পায়, সেজন্যই এ উদ্যোগ বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com