দুর্গা পূজার প্রতিমা তৈরি চলছে

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত দিন পার করছেন প্রতিমা শিল্পীরা।

মঙ্গলবার সেনুয়া বাজার পূজামণ্ডপ, দুর্গাপুর পূজামণ্ডপসহ অন্য মণ্ডপগুলো ঘুরে দেখা যায়, প্রতিমার মাটির কাজ শেষে এখন চলছে রঙের কাজ। জিনিস পত্রের দাম বেশি হওয়ায় এবার অন্যবারের তুলনায় প্রতিমা তৈরির খরচও বেড়েছে বলে জানান কারিগররা।

পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কায় থাকলেও কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, ঠাকুরগাঁও পূজা উদযাপন পরিষদ।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ ঠাকুরগাঁও জেলাকে ধর্মীয় সম্প্রীতির জেলা উল্লেখ করে জানান, ঠাকুরগাঁওয়ে বরাবর শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব পালিত হয়ে আসছে।   

জেলার পাঁচ উপজেলায় এবার চারশ ২৯ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com