মহাজন থেকে লোহাগড়া বেহাল সড়ক

নড়াইলের মহাজন থেকে লোহাগড়া পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশায়। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন মানুষ যাতায়াত করছে এই সড়ক দিয়ে।

সরেজমিনে দেখা যায় রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোন রকমে যানবাহন পার হচ্ছে এসব জায়গা দিয়ে। রাস্তা যখন ভাল ছিল তখন মহাজন থেকে লোহাগড়া যেতে সময় লাগত ২৫ থেকে ৩০ মিনিট। কিন্তু এখন সময় লাগছে এক ঘণ্টারও বেশি।

এই খানাখন্দে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। 

সর্বশেষ ২০০৫ সালে সড়কটি পুনর্নির্মাণ করা হয়। 

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি।

সড়কটির বেহাল দশায় বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, টেম্পো, নসিমন প্রায়ই দুর্ঘটনায় পড়ছে।

জাকির হোসেন নামের এক অটোরিকশা চালক বলেন, "এই রাস্তায় গাড়ি চালাতে গাড়ি বিকল হয়ে যায় প্রায়ই। মেরামতের খরচ কুলিয়ে উঠতে পারছি না।"

মোশারফ হোসেন নামের আরেক চালক বলেন, সব মিলিয়ে এক কিলোমিটার রাস্তা ভাল হতে পারে।  

মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্র সুদীপ ঘোষ বলেন, "ভাঙা রাস্তার কারণে অনেকে স্কুল-কলেজে ঠিক মত যায় না।"   

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ বলেন, "যশোর সার্কেল অফিস থেকে টেন্ডার করা হয়েছে। নভেম্বর মাসের মধ্যে এই রোড মেরামতের কাজ শুরু হতে পারে।" 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com