ঈদ সামনে রেখে ব্যস্ত কামার পাড়া

ঈদ-উল-আজহা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কামাররা।

বুধবার কামারপাড়া ঘুরে দেখা যায়, দা, বটি, চাকুসহ বিভিন্ন সরঞ্জামাদি তৈরি করতে ব্যস্ত তারা। লোহা পুড়িয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে বানানো হচ্ছে ধারালো সব যন্ত্রপাতি।

পীরগঞ্জ কলেজ বাজার এলাকার কামার মোজাহার হোসেন বলেন, "সারা বছর ব্যবসা খারাপ থাকলেও কোরবানির ঈদের আগে আমাদের ব্যস্ততা বেড়ে যায়।"

তিনি জানান, একসময় কামারদের যে কদর ছিল বর্তমানে তা আর নেই। মেশিনের সাহায্যে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে। তাই হাতে তৈরি জিনিসের চাহিদা কমে গেছে।

দাম সম্পর্কে একই এলাকার কামার হরি রায় জানান,  ওজন ও আকারের ওপর ভিত্তি করে ছুরি, দা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।

দা কেজি প্রতি ৪৫০ টাকা, ছুরি আকার ভেদে ৫০ থেকে ১৫০ টাকা, বটি ২৮০ টাকা থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, দা, ছুরি মেরামতের জন্য লাগছে ৩০ থেকে ৮০ টাকা।

মেরামতের জন্য এখনও গ্রাহকদের তেমন সাড়া পাওয়া না গেলেও ঈদের দুই তিন দিন আগে ব্যাপক সাড়া পাবেন বলে আশা করেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com