সংস্কৃতি শিশুর মেধা বিকশিত করে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতির চর্চা শিশুর মেধাকে বিকশিত করে।

বুধবার নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিএসসি, জেএসসি ও এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "শিক্ষার সঙ্গে সংস্কৃতির চর্চা একই সুরে বাঁধা। অল্প পরিসরে হলেও শিশুকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে দেয়া জরুরি।"

“সংগীত, খেলাধুলা, চিত্রাংকন, গল্প-ছড়া শিশুর মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

মন্ত্রী আরও বলেন,"বিভিন্ন শিক্ষামূলক ভিডিও চিত্র প্রদর্শনও শিশুদের বিকাশে সাহায্য করে।"

এছাড়া তিনি যুগোপযোগী শিক্ষা হিসেবে কম্পিউটার শিক্ষার ওপর জোর দেন।

তিনি জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস সিস্টেম চালু করেছে। যা শিক্ষার্থীদের আরও একধাপ এগিয়ে দিয়েছে।

প্রধান শিক্ষক কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খানসহ আরও অনেকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com