নদী ভাঙনের আতঙ্কে পদ্মাপাড়  

রাজাশাহীর পবা উপজেলার বশরী ও নবগঙ্গা এলাকার বাসিন্দারা পদ্মার পানি বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে।

সোমবার দুপুরে পদ্মা পাড় ঘুরে দেখা যায়, পদ্মায় পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনও বেড়েছে। এজন্য শঙ্কায় আছেন স্থানীয়রা।

কখন ভিটামাটি নদী গর্ভে চলে যাবে এ ভাবনায় রাতে ঘুমাতে পারেন না সেখানকার বাসিন্দা শহিদুল (৪৮)।

তিনি জানান, জন্মের পর থেকেই এখানে আছেন।

আরেক বাসিন্দা সখিনা (৩৭) জানান, ভাঙন যদি খুব বেশি হয় তখন পরিবারের লোকজন আর তার গৃহপালিত পশু নিয়ে কোথায় যাবেন জানেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, পানি বাড়লেও পানি উন্নয়ন বোর্ড থেকে এখনও কেউ শহর রক্ষা বাঁধ দেখতে আসেননি।

আর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তিনি।

এ ব্যাপারে যোগাযোগের জন্য পানি উন্নয়ন বোর্ডে ফোন করা হলেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com