তিন মাসে রাজন হত্যার বিচারের আশ্বাস

দ্রুত বিচার আইনে তিন মাসের মধ্যে রাজন হত্যার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেট জেলা প্রশাসক।

মঙ্গলবার এই হত্যার বিচার চেয়ে সাধারণ শিশুকিশোররা জেলা প্রশাসক জয়নাল আবেদীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠাতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,"বিচার অবশ্যই হবে এবং তা দ্রুত বিচার আইনে হবে। তিন মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে।"

এ ধরণের আর কোন ঘটনা না ঘটার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,"এই ঘটনার সুষ্ঠ বিচার হলে কেউ এমন অন্যায় করার সাহস পাবে না।"

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত রাজনের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার কথা বলেন তিনি।

এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানান।

স্মারকলিপির সঙ্গে রাজনের প্রতিবেশি, স্কুলের বন্ধুসহ সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ছয় শতাধিক শিশুকিশোরের গণস্বাক্ষর জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে শিশু রাজন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দেশের কোথায়ও যেন এই ধরণের ঘটনা না ঘটে তার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে শিশু সুরক্ষায় প্রয়োজনে আলাদা শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিও জানায় শিশুরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com