নীলফামারীতে ভিক্ষুক মুক্ত দিবস পালন

আনুষ্ঠানিকভাবে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ভিক্ষুক মুক্ত দিবসের প্রথম বছর পালন করা হয়েছে।

রোববার এ উপলক্ষে পুনর্বাসিত প্রায় দেড় হাজার ভিক্ষুকদের নিয়ে শোভাযাত্রা ও সমাবেশ করা হয়।

সমাবেশ শেষে ঈদ উপলক্ষে ভিক্ষুকদের একটি করে শাড়ি ও লুঙ্গি, এক কেজি চিড়া, দুই কেজি করে সেমাই ও চিনি, আধা কেজি মুড়ি, আড়াইশ গ্রাম খেজুর, একটি কাঁঠাল গাছের চারা ও একশ টাকা করে দেওয়া হয়।

উপজেলা চত্বরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, কিশোরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম। অন্যান্যদের মধ্য ছিলেন কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

২০১৪ সালে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় অনুদানের মাধ্যমে দেড় হাজার ভিক্ষুককে পুনর্বাসিত করে উপজেলা পরিষদ কিশোরীগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক মুক্ত ঘোষণা করে। সেই থেকে ওই উপজেলায় কোনো ভিক্ষুক নেই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com