স্যাম্পলের ওষুধ বিক্রি করছেন চিকিৎসক

গাজীপুর জেলার শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিভিন্ন কোম্পানির ওষুধের স্যাম্পল বিক্রির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রোগীরা ওই কেন্দ্রের 'মেডিকেল টেকনোলজিস্ট (মেডিসিন)' বণিক বাবুর বিরুদ্ধে এই অভিযোগ করেন।

গ্রামীণ ব্যাংকের কাওরাইদ শাখার ম্যানেজার মাসুদুর রহমান জানান, তার ফোঁড়া হয়েছিল। তিনি ওষুধ আনতে ওই কেন্দ্রে গেলে বণিক বাবু তাকে ইঞ্জেকশনে দেওয়ার পরামর্শ দেন।

"তিনি প্রতি ইঞ্জেকশনে ১৫০ টাকা করে রাখেন।"

খোকন নামের একজন ভূক্তভোগী জানান, তার উচ্চ রক্তচাপের সমস্যা।

এই হাসপাতালে কম খরচে চিকিৎসা হয় শুনেই এসেছিলেন তিনি। কিন্তু বণিক বাবু তাকে ইঞ্জেকশন নিতে বলেন।

"রোগ ভালো হয়ে যাবে এ কথা বলে তিনি আমাকে দুই মাসে ১৮০ টাকা করে প্রায় ডজন খানেক ইঞ্জেকশন দেন।"

এ ব্যাপারে অভিযুক্ত বণিক বাবু বলেন,"আমি সরকারি ওষুধ বিক্রি করি না। যারা আগে বলে রাখে তাদেরকে বিভিন্ন কোম্পানির স্যাম্পলগুলো দেই।

"একজন রোগীর সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমি।"

হাসপাতালের সাব অ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. সোলায়মান জানান, বণিক বাবু সরকারি ওষুধ বিক্রি করেন না।

"তবে কোম্পানিগুলোর দেয়া ফিজিসিয়ান স্যাম্পলগুলো বিক্রি করেন, এটা নিয়ম বহির্ভূত।"

এ ব্যাপারে ইনসেপটা ফার্মা লিমিটেডের বরিশাল জেলার এরিয়া ম্যানেজার ইমাম হাসান বলেন, কোম্পানির ওষুধের প্রচারের জন্য বিনামূল্যে চিকিৎসককে স্যাম্পল হিসেবে বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন।

"কেউ যদি এটা বিক্রি করে তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com