খোলা মাঠেই বিদ্যালয়ের ক্লাস

গত মাসে বয়ে যাওয়া ঝড়ে নীলফামারীর এক স্কুলের দুটি রুম ভেঙে যাওয়ায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।

জেলার কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এ সমস্যা পোহাতে হচ্ছে।

মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠেই ক্লাস চলছে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কবিতা আক্তার জানায়, অনেক দিন ধরে খোলা জায়গায় ক্লাস করছে ওরা। কিন্তু এভাবে পড়তে ভালো লাগে না ওর।

কখনও রোদ, আবার কখনও বৃষ্টিতে ক্লাসের সময় এলোমেলো হয়ে যাচ্ছে বলে জানায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া আবু হানিফ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান জানান, এপ্রিলে হওয়া ভূমিকম্পে ওই ক্লাসরুম দুটোয় ফাটল দেখা দেয়। পরে কালবৈশাখী ঝড়ে স্কুলের দেওয়াল ভেঙে যায় ও টিনের চাল উড়ে যায়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. রশিদুল ইসলাম বলেন, বিদ্যালয়টি মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা করবেন।

কিশোরীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সমস্যাটি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু হবে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২৩ সালে উপজেলা শহর থেকে দশ কিলোমিটার দূরে মাগুড়া গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ের একটি টিনশেড ভবনে ১২টি আধাপাকা কক্ষ রয়েছে। এর মধ্যে দুটি কার্যালয়, একটি কমন রুম ও নয়টি শ্রেণি কক্ষ রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com