রাজশাহী কলেজে নষ্ট হচ্ছে দুর্লভ বইপত্র

রাজশাহী গভঃ কলেজ লাইব্রেরির দুর্লভ বই-পত্র সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

এখানে রয়েছে সংস্কৃত ভাষায় হাতে লেখা বিভিন্ন পুঁথিসহ নানান দুষ্প্রাপ্য বই-পত্র ও দলিল। রয়েছে বিভিন্ন দেশের প্রাচীন শিল্প-সাহিত্যের প্রায় ৭০ হাজার বইয়ের সংগ্রহ। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক বই পোকায় কেটে নষ্ট করে ফেলছে। বাকিগুলোর অবস্থাও জরাজীর্ণ।  

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হবিবুর রহমান তার কার্যালয়ে বুধবার সকালে হ্যালোর প্রতিবেদককে জানান, গুরুত্ব বিবেচনায় কলেজের অর্থেই এগুলোকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে।       

ভারতবর্ষ বিভক্ত হবার আগেই ১৮৭৩ সালে এই কলেজ প্রতিষ্ঠার সময় থেকেই শিক্ষা বিস্তারে রাজশাহী গভঃ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।   

কলেজ প্রতিষ্ঠার সাথে সাথে কলেজ লাইব্রেরি তার কার্যক্রম শুরু করেছিল কিনা সে বিষয়ে কোন প্রমাণ না থাকলেও ১৯১০ সালে কলেজে তখনকার ‘কমনরুম’ভবনে লাইব্রেরির কাজ শুরু হয়৷  

১৯১৭-১৯১৮ সালে লাইব্রেরিটিতে প্রায় ১০ হাজার বইয়ের সংগ্রহ ছিল।    

এই গ্রন্থাগারে বহু মূল্যবান ও প্রাচীন গ্রন্থসহ সংস্কৃত, বাংলা পুঁথি ও সাময়িকী সংরক্ষিত আছে৷

বর্তমানে এই লাইব্রেরিতে নতুন ও শত বছরের  প্রাচীন প্রায় ৭০ হাজার বই, জার্নাল ও রিপোর্ট রয়েছে। 

এখানকার প্রায় পাঁচ শতাধিক প্রাচীন পুঁথি, বেদ, পুরাণ, মহাকাব্য, কাব্য, তন্ত্র নিয়ে রচিত। এই পুঁথিগুলোর অধিকাংশই দেশীয় উপকরণে প্রস্তুত হাতে তৈরি তুলোট কাগজে লেখা।    

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com