জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এবং বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মনন অন্বেষণে ০৬ জানুয়ারি থেকে দেশব্যাপি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫ শুরু হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com