তুরস্কে যাচ্ছে বাংলাদেশের শিশুদল

শিশুদের ড্যান্স ফেস্টিভ্যালে যোগ দিতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশ শিশু একাডেমীর একটি দল।  

বাংলাদেশ শিশু একাডেমী মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দশ সদস্য বিশিষ্ট একটি শিশু সাংস্কৃতিক দল ১৫ এপ্রিল সকালে তুরস্কের আনতালার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে।  

এ দলে রয়েছে,  রংপুর  জেলার,  উম্মে হাবিবা শোভা ও মো. মুনকির জামান আদন,   সিলেট জেলার ফারজানা সুমাইয়া প্রমা, ঢাকা জেলার উম্মে আইমান অহনা, খুলনা জেলার তাসমিয়া তাবাস্সুম প্রতিতি, ফরিদপুর জেলার মুসফিক হোসেন ব্রত, ফরিদপুর জেলার রুবাইয়াত সাঈয়েদা জোয়া ও কুমিল্লার নুসরাত জাহান নুহা।

সাথে থাকবেন বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং দলনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক।

২৫ এপ্রিল দলটি বাংলাদেশে ফিরে আসবে বলে জানা যায়। 

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com