জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত ঠাকুরগাঁও ও নীলফামরীতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

নীলফামারীতে মঙ্গলবার সকালে  দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রনালয় এবং জেলা প্রশাসন আয়োজিত এক শোভাযাত্রা জেলা প্রাশসনের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছমির উদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

অপর দিকে একই ধ্বনি নিয়ে  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে।

ওই দিন সকালে ঠাকুরগাঁও উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতিমূলক বিজ্ঞানসম্মত বিভিন্ন কৌশল ও তথ্য উপস্থাপন করা হয়। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com