বঙ্গবন্ধুকে নিয়ে গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন

শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে 'মুজিব' নামের একটি গ্রাফিক নভেল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ৩২ নাম্বার রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ১২ খণ্ডের এই গ্রাফিক নভেলের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করেন তার নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী ও সংসদ সদস্য তারানা হালিম।

শুরুতেই বক্তব্য দেন বইটির প্রকাশক শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।

তিনি বলেন,“বঙ্গবন্ধুর জন্মদিন বাঙালি জাতির জন্য একটি আনন্দের দিন। আমি মনে করি, এই বইটা সবার জন্য একটি উপহার।"

বইটি চিত্রণের জন্য কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ও এ বি এম সালাহউদ্দিন ষুভকে ধন্যবাদ জানান তিনি।

সাংস্কৃতিক কর্মী সারা জাকের বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ।

সংসদ সদস্য তারানা হালিম বলেন, “বইটি পড়ে আমাদের শিশু কিশোররা প্রকৃত ইতিহাস জানতে পারবে।"

বইটির চিত্রণকারী সৈয়দ রাশাদ ইমাম তন্ময় হ্যালোকে জানান, অন্যান্য দেশে মানুষের জীবনী নিয়ে বিভিন্ন ধরণের বই বের করা হয়। কিন্তু আমাদের দেশে তা খুবই কম। আমার মনে হয় শেখ মুজিবুর রহমান আমাদের দেশের প্রকৃত নায়ক। তাই তাকে নিয়ে এই বই লেখা।

বেসরকারি সংগঠন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, “আমরা বইটিকে ১২টি খন্ডে প্রকাশ করব  এবং আমরা চাই বইটি পড়ে শিশু-কিশোররা সঠিক ইতিহাস জানুক।"

আলোচনা সভার মাঝে বইটি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন ও বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কার্টুনিস্ট আহসান হাবীবসহ আরও অনেকে।

এসময় বক্তারা ইতিহাস বিকৃত করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিক ইতিহাস শেখানোর জন্য আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com