সচেতনতা তৈরিতে কিশোর কিশোরীদের শোভাযাত্রা

নীলফামারীতে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে বাইসাইকেল শোভাযাত্রা করেছে কিশোর কিশোরীরা।

বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শ্রী' এর উদ্যোগে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দরবেশ পাড়ায় 'নারীর মর্যাদা সমতা-সমাজের অগ্রযাত্রা' এই ধ্বনির ক্যাম্পেইনের অংশ হিসেবে এই শোভাযাত্রা করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রাক্তন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রায়হান শাহ, পল্লী শ্রী নীলফামারী অফিসের প্রোগ্রাম ফ্যাসিলেটর নুরুল ইসলাম ও ফিল্ড ট্রেইনার আকতারা বানু বক্তব্য দেন।

প্রোগ্রাম ফ্যাসিলেটর নুরুল ইসলাম জানান, 'মর্যাদায় গড়ি সমতা' নামের বাইসাইকেল শোভাযাত্রায় নারী অধিকার বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একদল কিশোর কিশোরী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com