শুরু হল উৎসব

ইউনিভারসাল ফুড এবং জাতীয় আর্ট এন্ড ফটো ফেস্ট-দ্বিতীয়, হয়ে গেল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে।  

বুধবার সকালে এ উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের অধ্যাপক ও শিল্পী নিসার হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. ফেরদৌস আরা সুবহানি।

উৎসব উদ্বোধন করেন শিল্পী নিসার হোসেন। এরপর অনুষ্ঠিত হয় সেকেন্ডারি ও জুনিওর গ্রুপের চারুকলা প্রতিযোগিতা।

আর্ট সেমিনার, ফটো সেমিনার ও কার্টুন সেমিনারও হয় এখানে। যেগুলো পরিচালনা করেন যথাক্রমে ওয়াকিলুর রাহমান, তানভির মারুফ তপু ও সাদাত আমিল।  

দুপুরের বিরতির পর দেখানো হয় এনিমেশন ফিল্ম “হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com