চলছে বিজয় উদযাপন প্রস্তুতি

নীলফামারীর ডোমার উপজেলায় বিজয় দিবসকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি।

এ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে নীলফামারীর স্কুল, কলেজ ও ক্লাবগুলো। আর তাই সারাদিন ধরে স্কুলগুলোতে চলে এসবের অনুশীলন।

ডোমার উপজেলার নিমোজখানা বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য বিশ্বদেব বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে।

বিজয় দিবসকে সামনে রেখে ব্যস্ত পতাকা ফেরিওয়ালারা। পতাকা ফেরিওয়ালা রুহুল আমিন বলেন, বিজয়ের মাসে পতাকা বেশি বিক্রি হয়।

পতাকা কেনার সময় কথা হয় মমতা রাণী নামে একজন ক্রেতার সাথে। ও জানায়, বিজয় দিবসে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা বিভাগে মুক্তিযোদ্ধার মা সাজবে তাই এই পতাকা কিনেছে।

এদিকে মাইক ও ডেকোরেশনের দোকানগুলোতেও চলছে ব্যস্ততা। মাইকের দোকানদার মিন্টু আগারওয়াল বলেন, আমাদের দোকানের সব মাইক ভাড়া হয়ে গেছে।  

হ্যালোর সাথে কথা হয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর জব্বারের সাথে। তিনি ১৬ই ডিসেম্বরকে শ্রদ্ধার সাথে পালনের আহ্বান করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com