বাল্যবিয়ে বন্ধ হল দুই শিশুর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল নীলফামারীর কিশোরীগঞ্জের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফরিদা।

বৃহস্পতিবার রাতে বিয়ে উপজেলার পুটিমারী ইউনিয়নের আফিজার রহমানের মেয়ে ফরিদা আক্তারের সাথে বড়ভিটা গ্রামের আব্দুল হামিদের ছেলে শিপুল রহমান (২০) এর বিয়ে হওয়ার কথা ছিল।

কিন্তু ফরিদা কৌশলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমানকে খবরটি জানালে ভ্রাম্যমাণ আদালত এই বিয়ে বন্ধ করে ও এক হাজার টাকা জরিমানা করে।

অন্যদিকে সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুক্তা বেগমের বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার রাতে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার ও থানার ওসি ইসমাইল হোসেন মুক্তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com