দাম কমায় বিপাকে কলা চাষিরা

কলার দাম কমায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলা চাষিরা বিপাকে পড়েছেন।

উপজেলার বেনুয়ার চর, মরাবন, নিজ কামারের চর, সরদার পাড়া, বেপারী পাড়া, পশ্চিম পাড়া গ্রামে কলার চাষ ভালো হলেও দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। আর তাই দাম কমার ভয়ে অনেক কলা ভালভাবে পাকার আগেই তা কেটে বাজারে নিয়ে যাচ্ছে।

কলা চাষি রহমত আলী জানান, বছর ধরে প্রতি হালি কলা ১০-১৫ টাকা দরে বেচা হলেও শীতকাল আসায় কলার দাম কমতে শুরু করেছে।

আরেক জন কলা চাষি আব্দুল মান্নান জানান, এবার কলার বাম্পার ফলন হলেও দাম অনেক কম। এখন বাজারে কলার হালি ৬-৮ টাকা। শীত বাড়ার সাথে সাথে কলার দাম আরও কমে যাবে।

কলা ব্যবসায়ী চান মিয়াবলেন,"গতকাল  দিন আট টাকা হালি কলা কিনলাম আর আজ ৬ টাকা

হালি বিক্রি করছি।সামনে হয়ত আরও দাম কমবে।"

শীতে মানুষ কলা কম খায় তাই বেচাও কম হয়। আর এ কারণে কলা ব্যবসায়ীরা কম দামে কলা বিক্রি করতে বাধ্য হন বলেও তিনি জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com