কারেন্ট জাল জব্দ ও জরিমানা

পদ্মা নদীতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় জেলেকে আটক করেছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে শুক্রবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পদ্মা নদীতে অভিযান চালান। এ অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ তালবাড়ীয়া গ্রামের আহমদ আলীর ছেলে ঝন্টু, ওমর আলীর ছেলে আশা, শামুখিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে আশরাফ, রানাখড়িয়া গ্রামের হারেজ আলীর ছেলে রেজওয়ান, পাবনার আকরাম হোসেনের ছেলে তানজিদ, টলট গ্রামের মেসের আলীর ছেলে আক্কাস আলীকে আটক করে আদালত। 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০-এর ৪(ক)ধারায় আটক করা প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময়ে এএসআই আতিকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। পরে জব্দ করা কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com