ঘরে উঠছে আগাম আমন

অগ্রহায়ন মাস আসতে এখনও ঢের বাকী। চলছে আশ্বিন মাসের শেষ সপ্তাহ। এখন আর অগ্রহায়নের দিকে তাকিয়ে থাকতে হয় না। উত্তরবঙ্গের অন্য সব জায়গার মতো নীলফামারীতে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা।

বাঙালির নবান্নের উৎসবের  আমন ধানই হলো 'নবান্নের' ধান।

নীলফামারীর কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম  জানান, আগাম আমন আবাদ ভাল হয়েছে।

কিশোরীগঞ্জের পানিয়ালপুকুর গ্রামে আগাম আমন ধান কাটছেন কৃষকরা

কৃষকরা বর্তমান সময় তাদের মঙ্গা দূর করে চাহিদা মেটাতে পারছেন।

উত্তরাঞ্চলে আশ্বিন-কার্ত্তিক মাসের অভাবকে মঙ্গা বলা হয়।

কৃষকরাও বলছেন আগাম আমন চাষে মঙ্গা উধাও হয়ে গেছে। ধানের দাম ভাল থাকায় চাষিরা খুশি।

তবে ধান কাটা মাড়াইয়ে মজুর সংকট হচ্ছে। দিন হাজিরায় আড়াই থেকে তিনশ’ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না ।

তবে এবার আমন আবাদের শুরুটা মোটেও ভাল ছিল না। প্রথম থেকেই কৃষকের মধ্যে ছিল শঙ্কা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com