ওঁৎ পেতে অস্বাস্থ্যকর আচার

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সামনে গেলেই দেখা যাবে আচারের দোকান। টিফিনে বা ছুটির সময় বেশিরভাগ শিক্ষার্থীকে আচারের দোকানে ভিড় করতে দেখা যায়। পাশের বাদামের দোকানে ভিড় সব সময় একটু কমই হয়। বেশিরভাগ স্কুলের সামনেই এমন দৃশ্য দেখা যাবে।

ওই স্কুলের সামনে আচার বেচে মশিউর রহমান। প্রায় ৩০ বছর ধরে স্কুলের সামনে আচার বিক্রি করছেন বলে জানান তিনি।

এখন তার প্রতি প্যাকেট আচারের দাম ৫ টাকা। এতে ভালই আয় হয় তার। দিনে দুই থেকে আড়াই হাজার টাকার বেচেকেনা হয়ে থাকে। ওর আচারের ক্রেতা সবই স্কুল পড়ুয়ারা।

আমার বান্ধবী অর্পিতাও এক সময় আচার কিনে খেত। সে প্রায়ই না খেয়ে স্কুলে আসত আর খিদে পেটেই আচার খেত।

পরে এক সময় তার পেটে ব্যথা শুরু হয়। অনেক দিন ভোগার পর আর আচারের দোকানের আশেপাশে যায় না সে।

অর্পিতার মতো কাজল ও রিয়া প্রায় দিনই আচার খেত। তারাও এখন আচার খাওয়া বন্ধ করেছে।

ওরা জানায়, আচার খেলে তাদের পেট ব্যথা হয় তাই আর খায় না।

মশিউর যেখানে আচার বানান সেখানে গিয়ে দেখা যায় জায়গাটি খুব নোংরা আর কাদায় ভরা।

আচারের দোকানের পাশেই বাদামের দোকান। নোংরা, ধুলাবালি পড়ার সুযোগ নাই বাদামে। কিন্তু বাদামের প্রতি আগ্রহ কম শিশুদের।

আচার ক্রেতা কয়েকজন জানায়, বাদামের চেয়ে আচার খেতে মজার। তাই টিফিনে আচার খায় তারা।

আচার প্রসঙ্গে রংপুরের সিভিল সার্জন ডা. মোজাম্মেল হোসেন হ্যালোকে বলেন, “খালি পেটে আচার খাওয়া যাবে না। খেলে ভরাপেটে খেতে হবে।

“তবে সেটা স্বাস্থ্যসম্মত হতে হবে।”

খালিপেটে আচার খেলে বমি হতে পারে এবং পেট ব্যাথা, পেট ফাঁপতে পারে; আবার ঘনঘন পায়খানাও হতে পারে বলে জানান তিনি।

বাজারে যেসব খোলা আচার বিক্রি হয় তা স্বাস্থ্যসম্মত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এসব আচার নিরাপদ নয়। বাচ্চাদের এসব আচার না খাওয়াটাই ভলো।

আচারের প্রতি বাচ্চাদের লোভ বেশি। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খোলা রেখে আচার বিক্রি বন্ধ করে দেয়া দরকার বলেও মনে করেন জেলার এই ডাক্তার।

স্কুলের সামনে অস্বাস্থ্যকর আচারের দোকান কেন প্রশ্ন করলে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ  রশিদুল ইসলাম থান যুক্তি দেখান জায়গাটি সরকারি জায়গা স্কুলের নয়।

তবে তিনি  এসব আচারের দোকান উচ্ছেদের ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com