'শিশুরাই জাতিকে দিক নির্দেশনা দেবে'

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, "শিশুরাই জাতিকে দিক নির্দেশনা দেবে। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।"

রোববার সন্ধ্যায় চট্টগ্রামে শিশু সাংবাদিক উৎসব উদ্বোধেনকালে তিনি এ কথা বলেন ।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে উৎসবের সূচনা করেন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট হ্যালোর কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন," শিশুরা সুস্থধারায় এগিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র এ উদ্যোগ শিশুদের কল্পনা, তাদের মনোজগতকে বিকাশে সুযোগ করে দেবে।

"এ শিশুরাই বড় হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে মনে করেন তিনি।

“শিশুরা মুক্ত মনের মানুষ। তারা এরই মধ্যে সাংবাদিকতা শুরু করছে। দেশকে সঠিক পথে থেকে এগিয়ে নিয়ে যাবে শিশুরাই। বড় হয়ে তারা আরো বড় সাংবাদিক হবে এবং দেশকে দিক নির্দেশনা দেবে।”

অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র মনজুর আলম, সাংসদ ওয়াসিকা আয়শা খান, পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার, বাওয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, বিডিনিউজ টোয়েন্টিফোর বার্তা সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।

উৎসবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে খেলাঘর ও আবৃত্তি সংগঠন বোধন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com