দিনাজপুরে হ্যালোর শুভার্থী সভা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোরের সাংবাদিকতার সাইট ‘হ্যালো’র ভূয়সী প্রশংসা করেছেন দিনাজপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার বিকাল ৫টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত শুভার্থী সভায় মুক্ত আলোচনায় নানা পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিগণ বক্তব্য দেন। 

এ উদ্যোগ যেন মাঝপথে হারিয়ে না যায় সেটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ দেখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

দিনাজপুরে শিশু সাংবাদিক উৎসবের রোববারের সূচিতে রয়েছে নির্বাচিত শিশুদের কর্মশালা। সোমবার সমাপনী দিনে রয়েছে শিশু সাংবাদিকদের মধ্যে স্মারক বিতরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন দেশের প্রথম এ অনলাইন সংবাদপত্রের স্টাফ করসপন্ডেন্ট আশিক হোসেন।

সভায় সাংস্কৃতিক সংগঠন নবরুপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ বলেন, শিশুদের সচেতনতাই শিশু সাংবাদিকতাকে এগিয়ে নেবে। চেতনার কাজ সঠিক হলে সমাজের অগ্রগতি হবে।

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ বলেন, পৃষ্ঠপোষকতা ছাড়া এখন আর কোন কাজ হয় না। দেশব্যাপী শিশু সাংবাদিকতর প্লাটফর্ম গড়ে তুলতে বিডিনিউজ একটি ভালো কাজ করছে।

শিশু সংগঠক ইয়াসমিন জামান বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিকতা শিক্ষা গ্রহণে বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমের ‘হ্যালো’ পথ দেখাতে সহায়ক ভুমিকা রাখবে এমনটাই আশা করতে পারেন অভিভাবকরা।

 

দিনাজপুরের সাবেক মেয়র সফিকুল হক ছুটু মুক্ত আলোচনায় বলেন, শিশুদের লেখাপড়ার ব্যস্ততা শিশুদের ‘পোল্ট্রি প্রাণি' বানিয়ে দিয়েছে। সেখান থেকে বাইরে এনে তাদের কথা বলার সুযোগ দিতে হবে, যেটি দায়িত্ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিয়েছে।

দিনাজপুর শিশু একাডেমির পরিচালক সাইফুল আলম বলেন, শিশুদের জন্য নীতিমালা করে রিপোর্ট লেখার গাইড লাইন দিতে হবে। আইনি জটিলতার দিক লক্ষ রেখে শিশুদের দিয়ে রিপোর্টিং করাতে হবে।

নারী নেত্রী কানিজ রহমান ‘হ্যালো’ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিশু সাংবাদিকদের অপসাংবাদিকতার দিকগুলো বুঝিয়ে আদর্শবান সাংবাদিক হিসেবে গড়তে সাহায্য করবে হ্যালো।

উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো উদ্যোগ সমাজে পজেটিভ দিক নির্দেশনা দেবে। শিশুরা এখানে তাদের কথা বলার সুযোগ পেলে খারাপ দিকে ঝোঁকার প্রবণতা থাকবে না।

শুভার্থী সভায় আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, গোলাম নবী দুলাল, লেখক আজহারুল আজাদ জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাংবাদিক আহসানুলালম সাথী, নুরুল মতিন সৈকত।

সভায় শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ উদ্যোগের সঙ্গে রয়েছে মোবাইল টেলিফোন অপারেটর গ্রামীণফোন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com