ফেনীতে শিশু সাংবাদিক উৎসব

শিশু-কিশোরদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট হ্যালোর ফেনী জেলার সাংবাদিকদের উৎসব শেষ হয়েছে।

মঙ্গলবার রাতে ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

ফেনী প্রেস ক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম মুন্নার সভাপতিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেনীর রির্পোটার নাজমুল হক শামীমের সঞ্চালনায় শুভার্থী সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাপুর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল হক, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল করিম মজুমদার।

উৎসবে হ্যালোর কার্যক্রম সম্পর্কে জানিয়ে বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ করেসপনডেন্ট সালাহউদ্দিন ওয়াহিদ প্রিতম।

অনুষ্ঠান শেষে শতাধিক শিশুদের সাংবাদিক স্মারক কার্ড দেয়া হয়।

এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।

২২ অগাস্ট শিশু সাংবাদিকদের বাছাই পরীক্ষায় নানা স্কুল ও কলেজের ১১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

দুই দিনের কর্মশালার প্রথমদিনে ২৫জন শিক্ষার্থী অংশ নেয়।

গ্রামীণফোনের সহযোগিতায় জেলায় জেলায় সাংবাদিক তৈরির অংশ হিসেবে দেশের ২৩টি জেলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তার

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com