সিলেটে শিশু সাংবাদিক উৎসব

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর নজরুল একাডেমি মিলনায়তনে হ্যালোর বাছাই পরীক্ষায় অংশ নেয়া ৯০ জন শিশু সাংবাদিককে স্মারক দেয়া হয়।

এদের মধ্যে ২০ জনকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় এরইমধ্যে সাংবাদিকতা ও শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শিশু সাংবাদিক উৎসবের সূচনা পর্বে আলোচনা সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ উল্লাহ তালুকদার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিরাজুল ইসলাম উকিল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক আজিজ হাসান ও সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমেদ বক্তব্য দেন।
এরপর অতিথিরা শিশু সাংবাদিকদের হাতে স্মারক তুলে দেন।
পরে হ্যালোর শিশু সাংবাদিক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শিশু সাংবাদিকদের মধ্যে সাদিয়া জাহান শিফা ও মলিহা বিনতে হাবিব গান এবং তানজিয়া হোসেন চৌধুরী কবিতা আবৃত্তি করেন।

এছাড়া ফেনী ও মাদারীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভার্থী সভার মধ্য দিয়ে হ্যালোর শিশু সাংবাদিকদের স্মারক দেয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com