শিশু সাংবাদিক কর্মশালা

শিশু কিশোরদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’ এর ফেনী জেলার শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার ফেনীর ডক্টরস রিক্রিয়েশান ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার।

কর্মশালায় প্রথম দিন শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ করেসপনডেন্ট সালাহউদ্দিন ওয়াহিদ প্রিতম ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় রির্পোটার নাজমুল হক শামীম।

প্রশিক্ষণ শুরুর আগে শিশুদের মৌখিক পরীক্ষা নেয়া হয়।

এরপরে প্রশিক্ষনার্থীদের সাংবাদিকতার দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা।

দুই দিনের কর্মশালার প্রথমদিন ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় দিন তারা ৫টি দলে ভাগ হয়ে মাঠ  পর্যায়ে তথ্য সংগ্রহ করে ৫টি রির্পোট তৈরি করবে।

২৬ অগাস্ট ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশ নেয়া শিশু সাংবাদিক ও শুভার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২২ অগাস্ট শিশু সাংবাদিকদের বাছাই পরীক্ষায় বিভিন্ন স্কুল ও কলেজের ১১৫জন শিক্ষার্থী অংশ নেয়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জেও এই কর্মশালা শুরু হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com