ট্রেনের বগি মেরামত

রোজার ঈদকে সামনে রেখে ঘরমুখী প্রায় ৫০ লাখ মানুষকে সেবা দিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৮৩টি বগি মেরামত করা হয়েছে।

এর মধ্যে ৬১টি ব্রডগেজ ও ২২টি মিটারগেজ লাইনের কোচ রয়েছে। এপর্যন্ত ৫৬টি বগি মেরামত শেষে পাকশী ও লালমনিরহাট রেলপথ বিভাগকে দেয়া হয়েছে। বাকি ২৭টি ২০ জুলাইয়ের মধ্যে দেয়ার কথা রয়েছে।

এই বগি ঈদের বিশেষ ট্রেনসহ বিভিন্ন আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনে অতিরিক্তভাবে যোগ করে যাত্রীদের সেবা দেয়া হবে।

এ ব্যাপারে সৈয়দপুর কারখানার ওয়ার্ক ম্যানেজার কুদরত ই খোদা জানান, সরকার এতে অতিরিক্ত এক কোটি ১২ লাখ ৮৩ হাজার টাকা খরচ করেছে। এবার রেকর্ড সংখ্যক বগি তৈরি হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।

যানজটসহ নানা অসুবিধার কথা চিন্তা করে অনেকেই ট্রেনে যেতে চান বলে জানান তিনি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন জানান, শ্রমিকদের উৎসাহ দেয়া হয় তাদের এই শ্রমের বিনিময়ে অনেক মানুষ তাদের স্বজনের সাথে ঈদ করবে। কাজেই একটু অতিরিক্ত পরিশ্রম তারা করতেই পারে।

তিনি আরও জানান, ঈদে ঘরমুখী যাত্রীদের সেবার কথা মাথায় রেখে শ্রমিকদের ছুটি বাতিল করা হয়। তাদের অতিরিক্ত কাজের ফলে এবার ৮৩টি কোচ মেরামত হয়েছে, এটাকে বড় সাফল্য হিসেবে দেখতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com