ভিড় বাড়ছেই

ঈদ আসতে আর দেরি নেই। তাই সময়ের সাথে বেড়েই চলেছে কেনাকাটার ভিড় আর সেই সাথেই দুঃসহ হয়ে ওঠেছে ঢাকার ট্রাফিক জ্যাম। এক দিনে একটির বেশি দুটি কাজ করার উপায় নেই এখন।

প্রতিটি মূল সড়কের পাশে ছোট-বড় অনেক শপিং মল থাকায় গাড়ি চলছে ধীর গতিতে কারণ বেশিরভাগ মলেরই নিজের পার্কিং ব্যবস্থা নেই। গাড়িগুলো সব পার্ক করা থাকে রাস্তার ওপর আর তাতেই বেড়ে যাচ্ছে ট্রাফিক জ্যাম।     

রাজধানীর নর্দা, কারওয়ান বাজার, নিউ মার্কেট, মৌচাক, মালিবাগ, বাড্ডা, গুলশান এভিনিউ, উত্তরা, মগবাজার, পান্থপথ, গাবতলী, মহাখালীসহ ঢাকার প্রধান পয়েন্টগুলোতে দেখা যাচ্ছে বিশাল যানজট।   

ঘণ্টার পর ঘন্টা মানুষকে থাকতে হচ্ছে রাস্তায়।

এ নিয়ে কথা হয় পথচারীদের সাথে।

পথচারী অন্তু সরকার জানান, বারিধারা থেকে সে বিকেল পাঁচটায় রওনা দিয়ে মালিবাগ এসে সন্ধ্যা সাতটায়।

এই সমস্যা শুধু সন্ধ্যার দিকে না, দুপুরেও একই অবস্থা দেখা যায়।

আরেক জন পথচারী জানান, দুপুর দুইটার দিকে রওয়ানা দিয়ে তিনি মতিঝিল থেকে কারওয়ান বাজার পৌঁছান আড়াই ঘন্টায়।

এ যানজট সমস্যা ঢাকার প্রায় প্রতিটি রাস্তায় দেখা যায়। প্রশাসন এ সমস্যা নিয়ে কাজ করবে বললেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে মালিবাগে দায়িত্বরত এক ট্রাফিক সার্জন জানান, অনেক জায়গায় বাড়তি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলেও যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় জ্যাম কমানো যাচ্ছে না।

ঈদকে সামনে রেখে অনেকে আগেই চলে যাচ্ছেন ঢাকা ছেড়ে। তাই বাস টার্মিনালগুলোতেও দেখা যাচ্ছে প্রচন্ড ভিড়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com