নীলফামারীতে বৈশাখ বরণ

ঐতিহ্য ফিরিয়ে এনে নীলফামারীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪২১।

পহেলা বৈশাখে নীলফামারী সাজে নতুন সাজে। রাস্তা-ঘাট স্কুল-কলেজ মেতে ওঠে উৎসবে। ঢাক, ঢোল, মহিষের গাড়ি, মাটির থালা-বাসন শোভা পেয়েছে দিনটির নানা অনুষ্ঠানে। রং উল্লাস আর নেচে-গেয়ে জেলাবাসী বরণ করছে নতুন বছরকে।

জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ, ক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও জেলা আওয়ামী লীগ পান্তাভাত খাওয়ার আসর বসিয়ে বাঙালি ঐতিহ্য তুলে ধরে।

জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বর থেকে সকাল ৯টায় ঢাক ঢোল, ব্যানার, ফেস্টুন, মহিষের গাড়ি, কুলা, ডালি ও পালকিতে বর-বধু সেজে পহেলা বৈশাখের প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগ।

জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে এবং পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপারের অফিস চত্বরে, আওয়ামী লীগের আয়োজনে শহীদ মিনার চত্বরে, মড়াল সংঘের আয়োজনে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাড়াও সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রতিটি অনুষ্ঠানে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। এ ছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠন পান্তা ইলিশ উৎসব করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com