বৈশাখী কেনাকাটার ধুম

হাতে আরও কয়েক দিন বাকি থাকলেও জমে উঠেছে পহেলা বৈশাখের কেনাকাটা।

পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করতে সবাই এখন ব্যস্ত কেনাকাটাসহ প্রস্তুতিতে।

পহেলা বৈখাশের নিজেদের সাজের ব্যাপারে সবাই এখন সচেতন।

ফরিদপুর নিউ মার্কেটে ঢুঁ মেরে দেখা গেল এখন থেকেই সবাই বৈশাখীর জন্যে কেনাকাটা শুরু করে দিয়েছেন।

কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেল, বরাবরের মতো এবারেও মেয়েদের পছন্দ শাড়ি আর ছেলেদের ফতুয়া । এর মধ্যে লাল-সাদা রঙের পোশাকের দিকেই সকলের ঝোঁক বেশি।

বিভিন্ন ডিজাইনের শাড়ি রয়েছে বাজারে।

দোকানীরা জানালেন, এসব শাড়ির দাম পড়বে ৪০০-৩০০০ টাকা। আরও ফ্যাশনেবল শাড়ি পেতে হলে দামটা আরও বেশি হবে। এসবের দাম ১৮০০০ টাকা পর্যন্ত।

ছেলেদের ফতুয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে। ৫০০-২০০০ টাকার মধ্যেই বেশ ভালো ফতুয়া পাওয়া যাবে।

তবে ব্র্যান্ডের ফতুয়া বা জিন্স কিনতে গেলে দাম আরো বেশি হতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com