দেড়শ বছরের ঐহিত্যবাহী নৌকা বাইচ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
দেড়শ বছরের ঐহিত্যবাহী নৌকা বাইচ

রোববার বিশ্বকর্মা পূজা কমিটি বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। 

প্রতিবছর এ পূজাকে কেন্দ্র করে ভাঙ্গার কুমার নদে গ্রামবাংলার ঐহিত্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।   

স্থানীয়রা দাবি করেছেন, এ বাইচ চলছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে। প্রতিবছর এই প্রতিযোগিতা নিয়ে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। প্রায় সপ্তাহব্যাপী চলে নদের পাড়ে গ্রামীণ মেলাও। 

প্রতিযোগিতায় ৩৬টি নৌকা অংশ নেয়। তিন ক্যাটাগরিতে নয় জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার জাফরউল্লাহ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com