সাইকেলে নীল সাদা স্বপ্ন

প্রতিদিন সকাল হতেই সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে  ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গ্রামের ছাত্রীরা। জেলার বিভিন্ন সড়কের নিয়মিত দৃশ্য এটি। 
সাইকেলে নীল সাদা স্বপ্ন

সম্প্রতি জেলার সালান্দর কামরুল হুদা বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে হ্যালো সাইকেল বালিকা ও শিক্ষকদের সঙ্গে কথা বলে। 
 
মেয়েদের সাহসের প্রশংসা করে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্ আরজুমান্দ বানু বলেন, “মেয়েরা দীর্ঘদিন ধরে সাইকেল চালিয়ে স্কুলে আসে। এত কষ্ট করেও তাদের ফলাফল খুব ভালো।”
 
পরনে সাদা ও নীল রঙের পোশাক, কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে সাত থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে আসে মেয়েরা। 
 
সাইকেল বালিকাদের একজন বলে, “আমার বাড়ি স্কুল থেকে অনেক দূরে। আগে শীতের সময় তাড়াতাড়ি অন্ধকার নামলে আমাদের বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে যেত। এখন সে সমস্যা নেই।”
 
বিদ্যালয়টির এক সহকারী শিক্ষক জানান, স্কুলের প্রায় ৫০ শতাংশ ছাত্রী সাইকেল চালিয়ে স্কুলে আসে। এটা ইতিবাচক পরিবর্তন।  
 
এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, “এই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সমাজের বিভিন্ন অংশ থেকে কখনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে। 
 
“সমাজ পরিবর্তিত হচ্ছে। আগে সমাজে মেয়েদের সাইকেল চালানো খারাপ চোখে দেখা হতো। কিন্তু এখন এটা প্রশংসা পাচ্ছে। এভাবেই মেয়েরা এগিয়ে যাবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com